Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা পাবার ধাপসমূহ
বিস্তারিত

কী সেবা কীভাবে পাবেন

 

ক্র: নং

সেবার নাম

সেবা গ্রহনকারী

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানকারী কতৃপর্ক্ষ

০১.

সংগঠন/ সমিতি

সমিতির সদস্যগণ

সংগঠন তৈরীর ক্ষেত্রে কোন এলাকার অভিষ্ট জনগোষ্ঠির সমন্বয়ে ক্ষুদ্র ক্ষদ্র দল গঠন করা হয় এবং পরবতিতে তাদের নিয়ে সমিতি গঠন করা হয়। সমিতির সদস্যগন নিয়মিত সঞ্চয় জমা করেন এবং ঋণ সুবিধা লাভ করেন।

পিডিবিএফ এর সকল উপজেলা কাযালয়

০২.

ক্ষুদ্র ঋণ

পিডিবিএফ সমিতির সদস্যগণ সমিতির নিয়মানুসারে পযায়ক্রমে ৫,০০০/- হতে ৫০,০০০/- টাকা পযন্ত বিভিন্ন কাজে কোন জামানত বিহীন ক্ষুদ্র ঋন গ্রহন করতে পারেন।

০৩.

ক্ষুদ্র উদ্দোক্তা  ঋণ

ক্ষুদ্র উদ্দোক্তা/ ব্যবসায়ী

ক্ষুদ্র উদ্দোক্তা/ ব্যবসায়ীরা পিডিবিএফ এর সদস্য হিসেবে অন্তভূক্তির পর প্রতিষ্ঠানের নিয়মানুসারে  ৩০,০০০/- হতে ৫০০.০০০/- পযন্ত বিভিন্ন প্রকল্পে ঋন গ্রহন করতে পারেন। এ ঋণের কিস্তি মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হয়।

পিডিবিএফ এর সকল উপজেলা কাযালয়

০৪

সঞ্চয়

সুফলভোগী সদস্যগন

সমিতির সদস্যগণ সমিতিতে অন্তভূক্তির পর থেকে নিয়মিতভাবে সাপ্তাহিক, মাসিক ও মেয়াদী সঞ্চয় জমা করে থাকেন। সদস্যগণের জমাকৃত সঞ্চয়ের উপর প্রতি বছর সুদ প্রদান করা হয়। সদস্যগণ এক সময় বড় অংকের পুঁজির মালিক হন। তাছাড়া সদস্যগণ নিয়মযায়ী আপদকালীন সময়ে তাদের জমাকৃত সঞ্চয় হতে যে কোন সময় সঞ্চয়ের টাকা উঠাতে পারেন।

০৫

প্রশিক্ষণ

(ক) পিডিবিএফ সমিতির সভানেত্রী/ দলনেত্রীদের নেতৃত্ব বিকাশ ও সমাজিক উন্নয়ন বিষয়ে ০২ (দুই) দিনের প্রশিক্ষন প্রদান করা হয়।

(খ) সমিতির সদস্যদেরকে কৃষি ভিত্তিক আয় বৃদ্ধিমূলক কমকান্ডে (আইজিএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়, যেমন: মোরগ-মুরগী পালন, গাভী পালন, পশু মোটাতাজাকরন, ছাগল পালন, শাক-সব্জি চাষ, হাঁস পালন, মৎস্য চাষ ইত্যাদি।

(গ) স্থানীয়ভাবে/সমিতি পযায়ে গ্রামীন জনগোষ্ঠির মাঝে পিডিবিএফ এর বিভিন্ন মূখী সেবা সুবিধা তাদের দোর গোড়ায় পোছে দেওয়ার লক্ষ্যে প্যারাটেক তৈরী করা হয়েছে।প্রতিবছর নিবাচিত সদস্যগণকে জেলা পযায়ে প্যারাটেক মোলিক/আপগ্রেডিং প্রশিক্ষন প্রদান করা হয়। প্যারাটেকগণ বিভিন্ন সমস্যার প্রাথমিক সমাধান দিয়ে থাকেন। এর ফলে সমিতির সদস্যগণ বিশেষভাবে উপকৃত হন।

(ঘ) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটউট (এসআরডিআই) এর সহায়তায় কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত সদস্যগনের ফসলী জমির মাটি পরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষন উপজেলা পযায়ে প্রদান করা হয়। এর ফলে কৃষকগণ কোন মাটিতে কি ঘাটতি রয়েছে তা জেনে সঠিক মাত্রায় সার ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে সক্ষম হন।

০৬

উদ্বুদ্ধকরণ

সমিতির সদস্যদের নিয়ে প্রতি সপ্তাহে ০১ দিন সমিতি পযায়ে সাপ্তাহিক প্রশিক্ষন ফোরাম বা উঠান বৈঠক করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ৫২ সপ্তাহে ৫২টি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়, যেমন:  শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, পরিবেশ উন্নয়ন, স্যানিটেশন, সঞ্চয় ও ঋণ কাযক্রম, বনায়ণ, নারীর আইনগত অধিকার প্রভৃতি বিষয়ে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়।

পিডিবিএফ এর সংশ্লিষ্ট উপজেলা কাযালয়ের আওতাধীন সমিতিসমূহে  মাঠ কমকতাগণ প্রশিক্ষন ফোরাম পরিচালনা করে থাকেন।

০৭

পন্য বিপনণ

সুফলভোগী সদসগণ

পিডিবিএফ এর সদস্যগনের উৎপাদিত বিভিন্ন ধরনের পন্য সামগ্রীর প্রচার, প্রসার ও বাজারজাত করনের লক্ষ্যে পল্লী রঙ” নামে প্রদশণ ও বিপনণ কেন্দ্র খোলা হয়েছে। প্রাথমিকভাবে সদস্যদের বিভিন্ন ধরনের তৈরী পোষাক, হ্যান্ডিক্রাফ্টস, তাঁতের প্রোডাক্টস ইত্যাদি পন্য বিপনণ শুরু করা হয়েছে।

পিডিবিএফ এর জেলা অফিস সমূহ এবং  প্রধান কাযালয় ঢাকা।

 

পিডিবিএফ এর অন্যান্য সেবামূলক কাযক্রম:

Øজেন্ডার ফোকাল পয়েন্ট কাযক্রম

Øসদস্যদের সন্তানদের জন্য শিক্ষা সহায়কভাতা প্রদান

Øপিডিবিএফ সদস্যদের জন্য স্বাস্থ্য সেবা কমসূচী

Øসুফলভোগীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য চিকিৎসা সহায়তা ভাতা প্রদান

Øসুফলভোগীদের নবজাত সন্তানদের জন্য বিশেষ সঞ্চয়  স্কীম

Øসাইলেজ প্রক্রিয়ার মাধ্যমে গো-খাদ্য তৈরীকরন প্রকল্প।