Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন(পি ডি বি এফ)

                        মুক্তাগাছা কার্যালয় ময়মনসিংহ অঞ্চল।

১. গ্রামে বসবাসরত দরিদ্র জন গোষ্ঠির দারিদ্র বিমোচনের লক্ষে সংগঠন তৈরি করা ।

২. দরিদ্র জন গোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষে সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনের সুযোগ সৃষ্টি।

৩. উৎপাদন মূখী ও আয়বৃদ্দি মূলক কর্মকান্ড বাস্তবায়ন কল্পে  ঋণ মন্জুরী বিতরন ও আদায় কার্যক্রম পরিচালনা ।

৪. উপকার ভোগী সদস্যদের  ক্ষমতা বৃদ্ধির জন্য  প্রশিক্ষণের আয়োজন।

৫.উপকার ভোগী সদস্যদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নের জন্য প্রশিক্ষনের আয়োজন ।

৬.উপকার ভোগী সদস্যদের অন্যন্য জাতী গঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষে আন্ত : বিভাগীয় সমন্বয় সাধন।

৭.নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি নারী নির্যাতন রোধ ও ে যৗতুক প্রথা ‍নির্মুলে  সচেতনতা সৃষ্টিতে সহায়তা।

৮. গ্রমীন দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগীতা উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করণ।

৯.সদস্যদের শিক্ষা , স্বাস্থ্য , পুষ্টি,  ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।

১০.জেন্ডার  ফোকাল পয়েন্ট কার্যক্রম পরিচালনা।   ক্ষুদ্র উদ্যেক্তা সৃষ্টির লক্ষে  Small Enter Price Loan Program (S E L P) কার্যক্রম পরিচালনা ।

১১.প্রত্যান্ত অঞ্চলে  বিদ্যুত চাহিদা মেটাতে দরিদ্র জনগোষ্ঠীর  মধ্যে অপেক্ষাকৃত কম মূল্যে  সোলার হোম সিস্টেম বিক্রি/বিতরণ ।

১২.এ কার্যালয়ে কোন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে  অভিযোগ থাকলে উপজেলা দরিদ্র বিমোচন কমৃকর্তার নিকট উপস্থাপন করা হলে তার প্রতিকার করা।

১৩. উপজেলায় বসবাসরত যে কোন ব্যাক্তি সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতি বদ্ধ।