উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন(পি ডি বি এফ)
মুক্তাগাছা কার্যালয় ময়মনসিংহ অঞ্চল।
১. গ্রামে বসবাসরত দরিদ্র জন গোষ্ঠির দারিদ্র বিমোচনের লক্ষে সংগঠন তৈরি করা ।
২. দরিদ্র জন গোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষে সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনের সুযোগ সৃষ্টি।
৩. উৎপাদন মূখী ও আয়বৃদ্দি মূলক কর্মকান্ড বাস্তবায়ন কল্পে ঋণ মন্জুরী বিতরন ও আদায় কার্যক্রম পরিচালনা ।
৪. উপকার ভোগী সদস্যদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন।
৫.উপকার ভোগী সদস্যদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নের জন্য প্রশিক্ষনের আয়োজন ।
৬.উপকার ভোগী সদস্যদের অন্যন্য জাতী গঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষে আন্ত : বিভাগীয় সমন্বয় সাধন।
৭.নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি নারী নির্যাতন রোধ ও ে যৗতুক প্রথা নির্মুলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।
৮. গ্রমীন দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগীতা উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করণ।
৯.সদস্যদের শিক্ষা , স্বাস্থ্য , পুষ্টি, ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।
১০.জেন্ডার ফোকাল পয়েন্ট কার্যক্রম পরিচালনা। ক্ষুদ্র উদ্যেক্তা সৃষ্টির লক্ষে Small Enter Price Loan Program (S E L P) কার্যক্রম পরিচালনা ।
১১.প্রত্যান্ত অঞ্চলে বিদ্যুত চাহিদা মেটাতে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অপেক্ষাকৃত কম মূল্যে সোলার হোম সিস্টেম বিক্রি/বিতরণ ।
১২.এ কার্যালয়ে কোন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা দরিদ্র বিমোচন কমৃকর্তার নিকট উপস্থাপন করা হলে তার প্রতিকার করা।
১৩. উপজেলায় বসবাসরত যে কোন ব্যাক্তি সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতি বদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস