পরিচিতিঃপল্লী দারিদ্র বিমোচন ফাউনোডশন( পি ডি বি এফ) সরকার কর্তৃক আইনের
মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সায়ত্বশাসিত প্রতিষ্ঠান ।(১৯৯৯সালে
মহান জাতীয় সংসদে গৃহীত ২৩নং আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
লক্ষ : পল্লী দারিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন এবং নারী পুরুষ সমতার বিকাশ সাধন করা।
পরিচলন্ পদ্ধতি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে বোর্ড অব গর্ভনর এর মাধ্যমে পরিচালিত হয় ।সমবায়
বিভাগের সচিব মহোদয় পদাধিকার বলে বোর্ড অব গর্ভনর এর সভাপতির দয়িত্ব পালন করছেন ।বর্তমানে ৫১টি
জেলা এবং ৩৫১টি উপজেলা র ৩৯২টি কার্যালয়ে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস